কুড্ডালোর: অনলাইন ভিডিও দেখে নোটের ফটো কপি তৈরি করে একটি জাল ২০০০ টাকার নোট চালাতে গিয়ে পুলিশের জালে এক মহিলা এমবিএ স্নাতক। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং মোট ৬৯,৭০০ টাকা মূল্যের ২০০০, ৫০০ ও ২০০ টাকার জাল নোট তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার সন্ধেয় দুই সন্তানের জননী ওই মহিলাকে গ্রেফতার করা হয়।


পুলিশের জেরায় ওই মহিলা জানিয়েছেন, স্বামীর ব্যবসায় লোকসানের পর আর্থিক সংকটের কারণে তিনি এই জাল নোট তৈরির পথ অবলম্বন করেন। ইউটিউবে ভিডিও দেখে তিনি জাল নোট তৈরি করতে শেখেন এবং পরিবারের সদস্যদের অজ্ঞাতেই ফটো কপি করার মেশিন কেনেন।

স্থানীয় বাজারে এক বিক্রেতার কাছ থেকে ফল কেনার সময় ওই মহিলা ২০০০ টাকার একটি জাল নোট চালানোর চেষ্টা করেন। নোট দেখে সন্দেহ হয় বিক্রেতার এক বন্ধুর। তিনিই মহিলাকে থানায় নিয়ে যান। এরপর ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে ছিল ১৫ টি ভুয়ো এটিএম কার্ড।