নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো নির্বাচনের কমিটিতে পারদর্শীরা রয়েছেন। সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন কমিটিতে। আপনার ভাবনাকে সম্মান করি। ব্যক্তিগতভাবে আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্য পেয়ে আপনার আশঙ্কা দূর হবে।’ 







ট্যাবলো ইস্যুতে নেতাজি-কন্যা অনিতা পাফ সরব হওয়ার পর অস্বস্তির মুখে অবশেষে প্রতিক্রিয়া দিলেন মোদি সরকারের দুই মন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিষয়ক ট্যাবলো বাদ দেওয়ার অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দেন মুখ্যমন্ত্রী।


প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো থাকবে, তা ঠিক করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটি। বাংলার-ট্যাবলো বাতিল নিয়ে চাপানউতোরের মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। চিঠিতে তিনি জানিয়েছেন, ‘নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসব আমরা ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পালন করব। কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বাংলার সব স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানায়। প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। প্রজাতন্ত্র ট্যাবলো নির্বাচন কমিটিতে সংস্কৃতি, সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন। তাঁদের নির্বাচন অনুযায়ী ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১-এ বাংলার ট্যাবলো অংশ নেয় প্রজাতন্ত্র দিবসে। আপনাকে জানাতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১২টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্যে আপনার আশঙ্কা দূর হবে।’


ট্যাবলো-বিতর্কে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ট্যুইট করে বলেন, ‘রাজ্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি প্রতি বছর ট্যাবলোর জন্য প্রস্তাব পাঠায়। প্যারেডের সময়সীমা সীমিত। সব প্রস্তাব থেকে একটি তালিকা তৈরি করে বিশেষজ্ঞ কমিটি। এ বছর প্রজাতন্ত্র দিবসের জন্য ৫৬টি প্রস্তাব আসে। তার মধ্যে ২১টি বাছা হয়েছে। আর এই (ট্যাবলো) বাছার জন্য একটি মাপকাঠি অনুসরণ করা হয়। ২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২১-এ বাংলার ট্যাবলো নির্বাচিত হয়েছিল। এবছর কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোয় রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ। এমন একটা প্রদর্শনী নিয়ে রাজনীতি বন্ধ হোক।’