বেঙ্গালুরু: ভারতের ‘মিসাইল ম্যান’ তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের স্মরণে সোমবার ‘দ্য কালাম ভিসন - ডেয়ার টু ড্রিম’ নামে ডিআরডিও-র একটি ওয়েবসাইট উৎসর্গ করলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।
গতকাল, প্রয়াত রাষ্ট্রপতির ৮৭ তম জন্মবার্ষিকীতে ওই ওয়েবসাইট চালু করা হয়। সেখানে মূলত, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, অটোনোমাস সিস্টেম ও সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি, পড়ুয়াদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থাও রাখা হবে। এই প্রসঙ্গে নির্মলা কালামের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেন। প্রতিরক্ষামন্ত্রীর মতে, কালাম শুধুমাত্র একজন ভাল বিজ্ঞানী ছিলেন না, দক্ষ প্রশাসকও ছিলেন, যিনি অন্যদের মধ্যে মেধা, দক্ষতা পরখ করে তাঁদের উন্নীত করতে সাহায্য করতেন।