নয়াদিল্লি:মধ্য দিল্লির ফিল্মিস্তান এলাকায় রানি ঝাঁসি রোডের বহুতলে চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন। ৪৩ জনের মৃত্যু। আজ ভোরে ওই বাড়িতে স্কুলের ব্যাগ, জুতো তৈরির একটি কারখানায় আগুন লাগে। আটকে পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে যায় দমকলের ২৭টি ইঞ্জিন।
কারখানার মালিক জানিয়েছেন, বেশ কয়েকজন কর্মী ঘরে ঘুমিয়েছিলেন। তাঁদেরই কয়েকজন ভিতরে আটকে পড়েন।
ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে পুলিশ ও দমকলে খবর পাঠান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীই উদ্ধারের কাজও শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা, তা পরীক্ষা করে দেখছেন দমকল কর্মীরা। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

দমকল কর্মীেদের মতে, বেশিরভাগ মানুষই ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এখনও চলছে উদ্ধার কাজ।

ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাহুল গাঁধীর।
মোদি লিখেছেন, তিনি লিখেছেন, ‘‘ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কর্তৃপক্ষ সব রকম সাহায্য করছে।’’




ট্যুইটে দুঃখপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।