নয়াদিল্লি: আজ দিল্লির মহল্লা ক্লিনিকের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। এরপরেই সব স্বাস্থ্যকর্মীর পরীক্ষা করার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপ রাজ্যপাল অনিল বৈজল যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। মহল্লা ক্লিনিক বন্ধ করা হচ্ছে না বলেই জানিয়েছেন কেজরিওয়াল। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, আক্রান্ত কর্মীর সংস্পর্শে আসা ৮০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দিল্লি সরকার সূত্রে খবর, মহল্লা ক্লিনিকে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়েই সংক্রমণ ছড়িয়েছে ওই ব্যক্তির শরীরে। তাঁর সংস্পর্শে এসে স্ত্রী, মেয়ে সহ চারজন সংক্রামিত হয়েছেন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচজন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। আক্রান্তদের মধ্যে একজন বিদেশে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গরিব মানুষ। কাউকে যাতে অনাহারে দিন কাটাতে না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। এই বিরাট কাজে যাঁরা হাত লাগিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’