অসামরিক় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ‘দিল্লি-মুম্বই রুটে বিমানের টিকিটের দাম ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে থাকবে। এছাড়া একটি বিমানের ৪০ শতাংশ আসনের টিকিটের দাম কম রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি বিমানে যদি ১৮০টি আসন থাকে, তাহলে সব টিকিটের দামই ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে থাকবে। একইসঙ্গে ৭২টি আসনের টিকিটের দাম রাখতে হবে ৩,৫০০ টাকা থেকে ৬,৭৫০ টাকার মধ্যে।’
পুরী আরও জানিয়েছেন, ‘উড়ানের সময়ের ভিত্তিতে দেশকে সাতটি ভাগে ভাগ করা হচ্ছে। এই ভাগগুলি হল- ৪০ মিনিটের কম, ৪০ থেকে ৬০ মিনিট, ৬০ থেকে ৯০ মিনিট, ৯০ থেকে ১২০ মিনিট, ১২০ থেকে ১৫০ মিনিট, ১৫০ থেকে ১৮০ মিনিট এবং ১৮০ থেকে ২১০ মিনিট। সব রুটেই টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দেবে সরকার।’
লকডাউনের জেরে দু’মাস ধরে বন্ধ সাধারণ যাত্রীবাহী উড়ান। সোমবার থেকে ফের চালু হচ্ছে ঘরোয়া উড়ান। তার আগে আজ সরকারের পক্ষ থেকে দিল্লি-মুম্বই রুটের টিকিটের দাম জানিয়ে দেওয়া হল। তবে অন্য কোনও রুটের টিকিটের দাম এখনও জানানো হয়নি।