অভিযুক্তের নাম সাগর ইনসান। সে দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা। আজ সংসদ ভবনের ১ নম্বর গেট দিয়ে ঢোকার সময় পুলিশের হাতে ধরা পড়ে সে।তার কাছ থেকে ছুরি উদ্ধার হয়েছে। ১ নম্বর গেট ভিভিআইপি এন্ট্রি গেট, তা দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সংসদ ভবনে ঢোকেন। সাংবাদিক হত্যা মামলায় দোষী সাব্যস্ত ডেরা সাচা সওদা প্রধান রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংসদে ছুরি নিয়ে ঢুকতে গিয়ে গ্রেফতার রাম রহিম ‘সমর্থক’
ABP Ananda, Web Desk | 02 Sep 2019 12:14 PM (IST)
ধরা পড়ার সময় সে জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের নামে স্লোগান দিচ্ছিল।
নয়াদিল্লি: সংসদে ছুরি হাতে ঢোকার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার ১। ধরা পড়ার সময় সে জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের নামে স্লোগান দিচ্ছিল। তাকে সংসদ মার্গ থানায় নিয়ে গিয়েছে পুলিশ। সেখানে জেরা চলছে।