হায়দরাবাদ: নবান্নে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেও, ১৯ তারিখ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশে থাকছেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও। তিনি কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে থাকতে চান না বলেই তৃণমূলের ব্রিগেড সমাবেশে আসছেন না বলে টিআরএস সূত্রে খবর।


টিআরএস নেতা বি বিনোদ কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন,  ‘কেসিআর আমন্ত্রণ পেয়েছেন কি না আমি জানি না। তিনি আমন্ত্রণ পেয়ে থাকতে পারেন। তবে রাহুল গাঁধী যখন যাচ্ছেন তখন কেসিআর যাবেন বলে আমার মনে হয় না।’

গত ২৪ ডিসেম্বর নবান্নে মমতার সঙ্গে বৈঠকে অ-কংগ্রেসী, অ-বিজেপি দলগুলিকে নিয়ে জোট গড়ার বিষয়ে আলোচনা করেন কেসিআর। তবে মমতা কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি-র বিরুদ্ধে জোট করার পক্ষে নন বলেই রাজনৈতিক মহল সূত্রে খবর। এ বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য রয়েছে। শেষপর্যন্ত কেসিআর তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ না দিলে সেটাই স্পষ্ট হয়ে যাবে।

সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের (বিজেডি) প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেন কেসিআর। এরপর গতকাল নবীন ঘোষণা করেছেন, তাঁর দল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখবে। বিনোদ কুমারের অবশ্য দাবি, কেসিআর-এর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেননি নবীন। তিনি দীর্ঘদিন ধরেই এই নীতি বজায় রেখেছেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব শীঘ্রই তেলঙ্গানায় গিয়ে কেসিআর-এর সঙ্গে দেখা করতে পারেন বলেও জানিয়েছেন বিনোদ কুমার।