নয়াদিল্লি: দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির নয়া সভানেত্রী নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। তিনি অজয় মাকেনের স্থলাভিষিক্ত হলেন। কয়েকদিন আগেই স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণ দেখিয়ে পদত্যাগ করেন মাকেন। এরপর আজ দিল্লিতে কংগ্রেসের নয়া সভানেত্রী হিসেবে শীলার নাম ঘোষণা করা হল। দিল্লির দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা পি সি চাকো জানিয়েছেন, শীলাকে সাহায্য করার জন্য তিনজন কার্যকরী সভাপতি থাকবেন। তাঁরা হলেন দেবেন্দ্র যাদব, হারুন ইউসুফ ও রাজেশ লিলোতিয়া। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোটের জল্পনাও উড়িয়ে দিয়েছেন চাকো। তিনি জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে একাই লড়াই করবে কংগ্রেস।



নয়া সভানেত্রী হিসেবে শীলার নাম ঘোষণা হওয়ার পর ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মাকেন। তিনি আশা প্রকাশ করেছেন, দিল্লিতে অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন সরকার এবং কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে কংগ্রেস।