নয়াদিল্লি: দিল্লি-এনসিআর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই বিভিন্ন জায়গা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। ফলে দৃশ্যমানতা শূন্য হয়ে যায়। সফদরজঙ্গ বিমানবন্দরেও একই ছবি দেখা যায়। ফলে উড়ান পরিষেবা ব্যাহত হয়। কুয়াশার কারণে অন্তত ৩০টি ট্রেন দেরিতে চলছে।
গতকালের চেয়ে অবশ্য আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন রাস্তায় থাকা লোকজন। অনেকেই রাতে আশ্রয় নেন আনন্দবিহার ইন্টার স্টেট বাস টার্মিনালে। আশ্রয়হীন লোকজনকে তুর্কমান গেট অঞ্চলে রাস্তায় ঘুমোতেও দেখা যায়।
শনিবার দিল্লিতে শৈত্যপ্রবাহের লাল সতর্কতা জারি করে আবহাওয়া বিভাগ। আবহাওয়ার পূর্বভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার থেকে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদে বৃষ্টি হতে পারে।
দিল্লিতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা, বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা শূন্য, ব্যাহত ট্রেন-উড়ান পরিষেবা
Web Desk, ABP Ananda
Updated at:
30 Dec 2019 12:12 PM (IST)
কুয়াশার কারণে অন্তত ৩০টি ট্রেন দেরিতে চলছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -