আগাগোড়াই প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের যুবসমাজের প্রশংসা ধরা পড়ল। মোদি বলেন, ‘নতুন প্রজন্মই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
তিনি বলেন, ২১ শতকের যুবারাই আগামী দিনে দেশের চালিকাশক্তি হয়ে উঠবে। এখনকার যুব সম্প্রদায় নিয়ম, শৃঙ্খলায় বিশ্বাসী বলে মন্তব্য করেন মোদি।
আজ ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ৬০ তম পর্ব। শ্রোতাদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা এই শতাব্দীতেই জন্মেছেন, তাঁদের কাজের ফসল প্রত্যক্ষ করা যাবে আগামী দশকে। তাঁরা দেশ ও দশের উন্নতিতে বিশেষ ছাপ ফেলবেন। যাঁরা এই শতকে জন্মেছে, বেড়ে উঠেছে, দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখেছে, তাঁরাই দেশের উন্নতিতে বিশেষ ভূমিকা নেবে।
নতুন প্রজন্মের মন খোলা প্রশংসা করে মোদি বলেন, আমাদের সকলের অভিজ্ঞতা বলছে, এই প্রজন্ম অসম্ভব মেধাবী। এঁরা নতুন কিছু করার স্বপ্ন দেখেন।
তিনি আরও বলেন, "কেবল তাই নয়, তাঁরা শাসনব্যবস্থাকে অনুসরণ করতে পছন্দ করেন এবং যখন শাসনব্যবস্থা ঠিকমতো কাজ করে না, তাঁরা অস্থির ওঠে, সাহস করে প্রশ্ন তোলেন! আমি এটিকে একটি গুণ বলে মনে করি।"
এরপর প্রধানমন্ত্রী, দেশের মানুষকে স্বদেশী দ্রব্য ব্যবহার করার অনুরোধ করেন। ২০২২ এ স্বাধীনতার ৭৫ বছর পালন করবে ভারত। সেই কথা মথায় রেখেই দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর এই আর্জি।
তাছাড়া তিনি গত ৬ মাস সংসদের কাজকর্মে গতি বজায় রাখার জন্য সব দলের সাংসদদেরই অভিনন্দন জানান মোদি।