কেরলের মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ডোনেশন দেওয়ার শর্তে তিনজনের জামিন মঞ্জুর ঝাড়খন্ড হাইকোর্টে
Web Desk, ABP Ananda | 28 Aug 2018 03:30 PM (IST)
উদ্ধারকার্যে সেনার দশ কলাম, মাদ্রাজ রেজিমেন্টের একটি ইউনিটের পাশাপাশি নৌসেনা, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে।
রাঁচি: কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থদানের শর্তে তিনজনের জামিন মঞ্জুর করল ঝাড়খন্ড হাইকোর্ট। বিচারপতি এ বি সিংহের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ একটি প্রতারণা ও জালিয়াতি মামলায় অভিযুক্ত জনৈক উত্পল রায়কে আগাম জামিন দেয় এই শর্তে যে, তাঁকে কেরলের মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ৭০০০ টাকা দিতে হবে। পাশাপাশি মাথাপিছু ৫ হাজার টাকা বন্যাত্রাণে দেওয়ার শর্তে জালিয়াতি মামলায় অভিযুক্ত ধনেশ্বর মন্ডল ও শম্ভু মন্ডল নামে দুজনেরও জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। বেঞ্চ বলেছে, বন্যাত্রাণ তহবিলে ডোনেশন দেওয়ার প্রমাণ আদালতে পেশ করতে হবে জামিনের আবেদনকারীদের। বন্যাবিধ্বস্ত কেরলের জন্য অনেক কিছু এখনও করা বাকি বলে অভিমত জানিয়েছে বেঞ্চ। ঝাড়খন্ড হাইকোর্ট অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার শিকারওয়ার জানিয়েছেন, মধ্যপ্রদেশ ও কর্নাটকের হাইকোর্টও কয়েকজন মামলাকারীকে কেরলের বন্যাত্রাণে টাকা দেওয়ার একই ধরনের নির্দেশ দিয়েছে।