ঠানে: মাকে মেরে নিজে আত্মঘাতী হলেন ঠানের বাসিন্দা ৪২ বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়র। প্রাথমিক তদন্তে অনুমান, বিষ খেয়েই দুজনের মৃত্যু ঘটেছে। মৃতদেহের পাশে থাকা ল্যাপটপে সেভ করে রাখা সুইসাইড নোটের বয়ান অনুসারে, অবসাদের জেরেই এই আত্মহত্যার ঘটনা।
শুক্রবার প্রতিবেশীরা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশ খবর দেন। দরজা ভেঙে বৃদ্ধা মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। বরং সেখানে বলা হয়েছে, অবসাদের জেরেই এই পথ বেছে নিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, মৃত ভেঙ্কটেশ্বর আইয়ার কাজ করতেন একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সংস্থায়। এই অ্যাপার্টমেন্টটিতে লিজে থাকতেন তাঁরা। কিন্তু সম্প্রতি চাকরি চলে যায় তাঁর। ইতিমধ্যে লিজের মেয়াদও ফুরিয়ে যায়। তখন বাড়িওয়ালাকে ৩ মাস মেয়াদ বাড়াতে বলেন তাঁরা। কিন্তু শেষ তিন মাস আর ভাড়া দিতে পারেননি।
সূত্রের খবর, বিদেশে চাকরি পাওয়ার কথা বলেছিলেন তিনি। সম্ভবত তা না-পাওয়াই অবসাদের কারণ।
দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
‘অবসাদ’! মহারাষ্ট্রে বিষ খেয়ে মৃত্যু মা ও সফটওয়্যার ইঞ্জিনিয়র ছেলের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jun 2019 03:23 PM (IST)
সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। বরং সেখানে বলা হয়েছে, অবসাদের জেরেই এই পথ বেছে নিয়েছেন তাঁরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -