বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ ধবন, ট্রফিযুদ্ধে সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
Web Desk, ABP Ananda | 19 Jun 2019 09:24 PM (IST)
চোট পাওয়া ধবনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন কে এল রাহুল
ম্যাঞ্চেস্টার: বাঁহাতের বুড়ো আঙুলের চোট সারেনি। বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন শিখর ধবন। তাঁর পরিবর্তে সরকারিভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ঋষভ পন্থ। বিশ্বকাপ অভিযান থেকে ছিটকে গিয়ে হতাশ ধবন। তবে ট্রফিযুদ্ধে সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের কাছে আবেদন করেছেন, জাতীয় দলকে একইভাবে সমর্থন করে যেতে। বুধবার সন্ধ্যায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধবন। সেখানে তিনি বলেন, ‘আমার আরোগ্য কামনায় যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানানোর জন্য এই ভিডিও।দুর্ভাগ্যবশত আমার বুড়ো আঙুল সময়ের মধ্যে সারবে না। আমি চেয়েছিলাম বিশ্বকাপে খেলতে এবং দেশের প্রতিনিধিত্ব করতে। তবে এবার বাড়ি ফিরতে হবে আর দ্রুত সেরে উঠতে হবে। পরের সিরিজের জন্য প্রস্তুত থাকতে হবে।‘ এরপরই সতীর্থদের শুভেচ্ছা জানান দুরন্ত ফর্মে থাকা ধবন। বলেন, ‘সতীর্থরা দারুণ খেলছে। আমি নিশ্চিত ওরা এভাবেই খেলবে আর বিশ্বকাপটা জিতে দেশে ফিরবে। আমাদের জন্য প্রার্থনা করে যান। সমর্থন করে যান। আপনাদের সমর্থন আর প্রার্থনা আমরা সকলে ভীষণভাবে চাই।’ চোট পাওয়া ধবনের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেছিলেন কে এল রাহুল। রোহিত-রাহুল জুটি দলকে ভাল শুরুও দিয়েছিল। ভারতের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে আগামী শনিবার।