গুয়াহাটি: দুবাইতে খোয়া গিয়েছিল প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার দুর্মূল্য উবলো ঘড়ি। সেটি অসম থেকে উদ্ধার করা হল। দুবাই পুলিশের সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে ঘড়ি উদ্ধার করে। এই ঘটনায় ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত দুবাইয়ের একটি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। সেই সংস্থা আবার প্রয়াত মারাদোনার স্মৃতি বিজড়িত বিভিন্ন সামগ্রী রাখা আছে। সেখান থেকেই ঘড়িটি চুরি করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের। এ বছরের অগাস্টে দেশে ফেরে অভিযুক্ত। সে বলে, তারা বাবা অসুস্থ। সেই কারণে ছুটি নেয় সে। এরপর আর সে দুবাইয়ে ফেরেনি। সম্প্রতি দুবাই পুলিশের পক্ষ থেকে অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই আজ ভোর চারটে নাগাদ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মারাদোনার ঘড়িটি উদ্ধার করা হয়েছে। এই ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা।


অসমের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার কর্তব্য হিসেবে দুবাই পুলিশের সঙ্গে একযোগে অসম পুলিশ ভারতীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার দুর্মূল্য উবলো ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাস্কর জ্যোতি জানিয়েছেন, ‘দুবাইয়ের একটি সংস্থায় দিয়েগো মারাদোনার ঘড়ি সহ বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াজিদ হুসেন নামে একজন মারাদোনার সই করা লিমিটেড এডিশন উবলো ঘড়িটি চুরি করে অসমে পালিয়ে আসে। আজ ভোর চারটে নাগাদ শিবসাগর অঞ্চলে ওয়াজিদ হুসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লিমিটেড এডিশন ঘড়িটি উদ্ধার করা হয়েছে।’