নয়াদিল্লি: দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দিল্লিতে মিলল দ্বিতীয় ওমিক্রন (Omicron) আক্রান্তের সন্ধান। সংবাদ সংস্থা, এএনআই সূত্রে খবর, ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ (Vaccinated) হয়েছিল। সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে গোটা দেশে (India) ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। 


গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ওই ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি পৌঁছন তিনি। এদিকে মহারাষ্ট্রে (Maharastra) দেড় বছরের শিশু-সহ নতুন করে আক্রান্ত ৭ জন। এ নিয়ে ১৭ জনের শরীরে মিলল করোনার (Corona) বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে আজ ও কাল মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। 


শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  জানিয়েছিল, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার  আরও ৬ টি নতুন ওমিক্রন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতেও আরও এক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। সব মিলিয়ে সারা দেশে সংখ্যাটা দাঁড়াল ৩৩-এ। 


এদিকে, কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন ও ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি- দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পরও কেন আক্রান্ত হলেন ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।      


আরও পড়ুন: Omicron variant: দেশে বাড়ছে ওমিক্রন, আক্রান্ত শিশুও; উপসর্গ কতটা চিন্তার?