ভোপাল: মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় রাহুল গাঁধীর ক্ষমা চাওয়া উচিত। এমনই দাবি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের ভাই লক্ষ্মণ সিংহ। তিনি বলেছেন, ‘আমরা রাজ্যে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি। কৃষকদের কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গাঁধীর। কৃষিঋণ মকুব করতে কতদিন লাগবে, সেটা কৃষকদের জানানো উচিত রাহুলের। সেটা হলে ক্ষুব্ধ কৃষকদের কাছে ভাল বার্তা যাবে।’

মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের আগে রাহুল প্রতিশ্রুতি দেন, কংগ্রেস সরকার গড়লে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মকুব করা হবে। কিন্তু লক্ষ্মণের বক্তব্য, ‘কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষিঋণ মকুবের অর্থ পৌঁছয়নি। কৃষকরা অত্যন্ত ক্ষুব্ধ।’

কংগ্রেস নেতৃত্বকে তোপ দেগে দিগ্বিজয়ের ভাই আরও বলেছেন, ‘দলীয় নেতৃত্ব শুধু কয়েকজন নির্বাচিত নেতার সঙ্গেই দেখা করেন। এটা যদি চলতে থাকে, তাহলে দলের কী হবে জানি না। দলকে শক্তিশালী করতে হলে কর্মীদের সঙ্গে দেখা করতে হবে নেতৃত্বকে। তাহলেই ২০২৪ সালে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। মানুষ প্রশ্ন করছেন, বিজেপি সভাপতি অমিত শাহ যদি নেতাদের সঙ্গে দেখা করতে পারেন, সনিয়া গাঁধী কেন সেটা পারেন না?’