দেখুন: চাইলেই বসা যাবে, এল 'ওয়ারেবল চেয়ার', জেনে নিন, দাম কত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2019 03:24 PM (IST)
মানুষের জীবনযাপন আরামদায়ক করতে প্রত্যেকদিন নিত্যনতুন সামগ্রী বাজারে আসছে। এরইমধ্যে পোশাকের মতো শরীরের সঙ্গে রাখার মতো আসন (ওয়ারেবল চেয়ার) লঞ্চ হল। এই আসন কোমরের সঙ্গে বেঁধে রাখা যায়। যিনি তা বেঁধে রাখবেন তিনি কোথাও বসলেই তা চেয়ারের মতো হয়ে যাবে।
নয়াদিল্লি: মানুষের জীবনযাপন আরামদায়ক করতে প্রত্যেকদিন নিত্যনতুন সামগ্রী বাজারে আসছে। এরইমধ্যে শরীরের সঙ্গে রাখার মতো আসন (ওয়ারেবল চেয়ার) লঞ্চ হল।পোশাকের সঙ্গেই পরা যাবে এই আসন। এই আসন কোমরের সঙ্গে বেঁধে রাখা যায়। যিনি তা বেঁধে রাখবেন তিনি কোথাও বসলেই তা চেয়ারের মতো হয়ে যাবে। কাপড় দিয়ে তৈরি এই আসন খুবই হাল্কা এবং এতে রয়েছে দুটি ছোট স্ট্যান্ড। এই আসন নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এতে এক ব্যক্তিকে ওয়ারেবল চেয়ার ব্যবহার করতে দেখা যাচ্ছে। এর ওজন মাত্র দেড় কিলোগ্রাম। ১২০ কেজি ওজন পর্যন্ত ব্যক্তির ভার বহন করতে পারে এই আসন। জানা গেছে, এই আসনের দাম ১৮৬ মার্কিন ডলার অর্থাত্ ১৩,২৪০ টাকা। যদিও কেউ কেউ এই আসনের উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন, এই ওয়ারেবল চেয়ার নিয়ে কেউ সাধারণ চেয়ারে কীভাবে বসবেন? তখন কি তাঁকে ওই কিট খুলে রাখতে হবে?