কলকাতা: দিল্লিতে হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় নেতৃত্বের তীব্র সমালোচনা করে বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। তিনি ২০১৩ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়েছেন।
নিজের এই সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সুভদ্রা জানিয়েছেন, ‘আমি অনেক আশা ও ইতিবাচক মানসিকতা নিয়ে দলে যোগ দিয়েছিলাম। কিন্তু দিল্লির সাম্প্রতিক হিংসা, ঘৃণা ও হিংসার পরিবেশ তৈরি হওয়ায় আমি উদ্বিগ্ন। এক ভাই কেন ধর্মের নামে অন্য ভাইয়ের গলা কাটবে? ৪০ জনের মৃত্যুর খবর পেয়ে আমি বিচলিত। আমি এই ধরনের রাজনীতি করতে পারব না যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের পরিচয় দেখা হবে। কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরের মতো নেতাদের সঙ্গে একই দলে থাকা আমার পক্ষে সম্ভব নয়।’
সুভদ্রা আরও বলেছেন, ‘দিল্লিতে এত মানুষকে হত্যা করা হল, এত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। এই হিংসা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। ঘৃণা ছড়ালেও কেউ অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর মতো দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা কী হচ্ছে? আমি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। এতেও যদি কাজ না হয়, তাহলে তাঁর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে দেব।’
একটি সংবাদসংস্থা সূত্রে খবর, সুভদ্রার পদত্যাগ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘দল কোনওদিন আদর্শচ্যূত হয়নি। আমরা পাঁচের দশক থেকে শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্যের কথা বলে আসছি। আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী। দিল্লির হিংসার সঙ্গে বিজেপি-র যোগ নেই। সুভদ্রা মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিষয়ে আমার কিছু জানা নেই। আশা করি তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।’
‘অনুরাগ ঠাকুর, কপিল মিশ্রর সঙ্গে একই দলে থাকা সম্ভব নয়’, দিল্লির হিংসার নিন্দা করে বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Mar 2020 02:31 PM (IST)
রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়ে তিনি দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ছেন বলে জানিয়েছেন।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -