উত্তর আমেরিকা: লেক মিশিগান থেকে জালে উঠেছিল স্টিলহেড ট্রাউট। আর সেই মেঠো জলের মাছের গায়ে ছিল একটি আংটি। ২১ তারিখ ওই মাছ ধরা পড়ার পর থেকেই গোটা আমেরিকায় তা নিয়ে হৈ চৈ পড়ে যায়। বিশেষ করে শিকাগো, মিলওয়েক, গ্র্যান্ড হেভেন, মিশিগান সিটি, হল্যান্ডের মতো জায়গায় এই মাছ সংবাদ শিরোনামে আসে স্রেফ ওই আংটির জন্যই।


জিম নেলিগান, জো পেনার, জন মাসার্ড ও বব নিকোলস এই চার বন্ধু মিলেই একটি  মৎস্য শিকার প্রতিযোগিতায় ২১ তারিখ ওই মাছটি ধরে। প্রথমে মাছটির গায়ে আংটি দেখে তাঁরা মনে করেছিল, সেটি হয়ত বিশেষ ধরনের একটি ডিভাইস। কিন্তু পরে ভাল করে দেখে তাঁরা আবিষ্কার করে সেটি আসলে একটি ‘ওয়েডিং রিং’। এরপর তাঁরা ধন্দে পড়ে যায়, এই আংটি কি বিচ্ছেদের পর মাছের গায়ে পরিয়ে দেওয়া হয়েছে নাকি মৃত্যুর পর সঙ্গীর স্মৃতিতে ওই আংটি মাছের সঙ্গে জুড়ে দিয়েছেন কেউ!


দিন কয়েক পরই শিকোগা টাইমসের অফিসে হাজির হয়ে গোটা ঘটনা খোলসা করেন আংটির মালিক। ক্যাপ্টেন জেসন রোজ জানান, এক দশক বিবাহজীবন কাটানোর পর তাঁর বিচ্ছেদ হয়। স্ত্রী চলে যাওয়ার পর তিনি সেই আংটি পরিয়ে দিয়েছেন স্টিলহেড ট্রাউটকে। ৪ মার্চ মাছের গায়ে সেই আংটি পরিয়ে দিয়েছেন তিনি। এবং তিনি জানান, “আমি একজন মৎস্য বিশেষজ্ঞ। আমার স্ত্রী আমার স্বপ্নে সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছে। ও চলে যাওয়ার পর থেকে আমি জীবনে শান্তি পেয়েছি। এই আংটি আমার জীবনে অভিশাপের মতো ছিল।”