কলকাতা: সামনেই ধনতেরস বা ধন ত্রয়োদশী৷ ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরস। কিন্তু এখন সেই উৎসব সর্বজনীন৷ বারো মাসে তের পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরস।


ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরস৷ বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত৷

এবছর ত্রয়োদশী তিথি পড়েছে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে। ত্রয়োদশী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১৩ তারিখ বিকেল ৫ টা ৫৯ মিনিট পর্যন্ত। ধনতেরাসের পুজোর জন্য সূর্যাস্তের পর প্রদোষ কাল সবচেয়ে শুভ মুহূর্ত ধরা হয়। এবছর প্রদোষের পুজোর জন্য শুভ সময় ১৩ তারিখ বিকেল ৫ টা ২৮ থেকে রাত ৮ টা ০৭ পর্যন্ত। এর মধ্যে আবার সবচেয়ে শুভ বৃষভকাল হল বিকেল ৫টা ৩২ থেকে সন্ধ্যে ৭ টা ২৮ পর্যন্ত।

সবাই চান, শুভ দিনে ঘরে আসুক সম্পদ। যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা। করোনা আবহেও তাই সোনার দোকানগুলিতে বাড়ছে ভিড়।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস- এর কর্ণধার শুভঙ্কর সেন জানালেন, লকডাউনে পর বাজার খুলছে, সব স্টোরে স্বাস্থ্য বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনা কেনার উৎসাহ এ বছরও ভালই। অঞ্জলি জুয়েলার্স-এর কর্ণধার জানালেন, সোনার দাম যতই বাড়ুক ধনতেরসে মানুষ সোনা কিনবেনই।

ধনতেরসের শুভক্ষণে এক টুকরো সোনা বা চাঁদি না কিনলেই নয়৷ তাছাড়া সোনা তো এখন ইনভেস্টমেন্টের জায়গাও!

সমুদ্রের ক্ষীরসাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয় স্বর্গকে। কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি।