কলকাতা: প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে। প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে।
সকাল থেকে হাওড়া স্টেশন টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন। কাউন্টারের পাশে রাখা হয়েছে স্যানিটাইজার। পাশাপাশি, যাত্রীদের করোনা-বিধি মানতে সতর্ক করা হচ্ছে।
সকালে ক্যানিং লোকাল অনেকটাই ফাঁকা। স্টেশনে চত্বরে মোতায়েন আরপিএফ, জিআরপি। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। স্টেশনে ঢোকা ও বেরনোর রাস্তা দড়ি ও বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
সাড়ে ৭ মাস পর গড়াল লোকাল ট্রেনের চাকা, হাওড়া স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Nov 2020 07:04 AM (IST)
সকাল থেকে হাওড়া স্টেশন টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন। কাউন্টারের পাশে রাখা হয়েছে স্যানিটাইজার।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -