ম্যাঞ্চেস্টার: আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ৫২ বলে ২৮ রানের ইনিংস অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর স্ট্রাইক রেট নিয়ে। কেউ কেউ এমনও বলেছিলেন যে, হেলিকপ্টার শটের স্রষ্টা কি আক্রমণাত্মক ব্যাটিং করতেই ভুলে গেলেন!
ভারতের জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ অবশ্য মহেন্দ্র সিংহ ধোনির পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর দাবি, আফগানিস্তান ম্যাচে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন ধোনি। বুধবার সাংবাদিকদের অরুণ বলেন, ‘ওই ম্যাচে পরিস্থিতি ও উইকেটের চরিত্র অনুযায়ী আমরা যে রান তুলেছিলাম, সেটা রক্ষা করতে পেরেছিলাম। ধোনি আর কেদার যখন ব্যাট করছিল তখন আর একটা উইকেট পড়লে পরিস্থিতি অন্যরকম হত। তাই মনে হয় না এ নিয়ে চিন্তার কিছু আছে।’
কিন্তু ওই একই পিচে অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে ৬৭ রান করেছিলেন? অরুণ বলেছেন, ‘সব ধরনের ফর্ম্যাটে বিরাট কোহলি বিশ্বের সেরা। ওর খেলার ধরনের সঙ্গে কারও তুলনা করা অনুচিত।’
মন্থর ব্যাটিং নিয়ে কি ধোনির সঙ্গে কথা বলা হয়েছে? অরুণ সরাসরি উত্তর দেননি। ঘুরিয়ে বলেন, ‘সমস্ত ব্যাটসম্যানদের সঙ্গে সাপোর্ট স্টাফ ও ব্যাটিং কোচের নিয়মিত কথা হয়। সব কোচের সঙ্গে প্রধান কোচ রবি শাস্ত্রীর কথা হয়। সব কিছু খুলে বলতে পারব না। উন্নতির জন্য সকলের সঙ্গেই কথা বলা হয়।’
ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৫ তুলেছিল ভারত। বৃহস্পতিবার এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই। অরুণ আশাবাদী, এই ম্যাচেও বড় রান উঠবে।
কোহলির সঙ্গে ধোনির স্ট্রাইক রেটের তুলনা অনুচিত, আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, বললেন ভারতের বোলিং কোচ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2019 10:02 PM (IST)
ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৫ তুলেছিল ভারত। বৃহস্পতিবার এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই
SOUTHAMPTON, ENGLAND - JUNE 22: MS Dhoni of India is stumped by Ikram Ali Khil of Afghanistan during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between India and Afghanistan at The Hampshire Bowl on June 22, 2019 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -