নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতা ছিল না বলে দাবি করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তের ওপার থেকে গত তিন দশক ধরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত ও সাহায্য দেওয়া হচ্ছে। তবে সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি এবং জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের ক্রমাগত ব্যবস্থা নেওয়ার ফলে গত কয়েক বছরে বহু সন্ত্রাসবাদীকে খতম করা সম্ভব হয়েছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সব নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাই একসঙ্গে কাজ করছে। সব সংস্থাকেই গোয়েন্দা তথ্য দেওয়া হচ্ছে। পুলওয়ামা হামলার তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই তদন্তে হামলার চক্রান্তকারী, আত্মঘাতী জঙ্গি এবং হামলায় ব্যবহৃত গাড়ি চিহ্নিত করা সম্ভব হয়েছে।’
এ বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জম্মু-শ্রীনগর হাইওয়েতে সিআরপিএফ কনভয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। সেই ঘটনা নিয়েই আজ লোকসভায় মুখ খুললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
পুলওয়ামায় জঙ্গি হামলার জন্য গোয়েন্দা ব্যর্থতা দায়ী নয়, লোকসভায় দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2019 07:14 PM (IST)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন, সব নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাই একসঙ্গে কাজ করছে। সব সংস্থাকেই গোয়েন্দা তথ্য দেওয়া হচ্ছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -