কংগ্রেসের ডুবন্ত জাহাজ বাঁচানোর চেষ্টার বদলে সবার আগে লাফিয়ে পালাচ্ছেন রাহুল, কটাক্ষ শিবরাজের
Web Desk, ABP Ananda | 26 Jun 2019 08:11 PM (IST)
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তেলঙ্গানায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জেতাই বিজেপির লক্ষ্য।
হায়দরাবাদ: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সহ-সভাপতি শিবরাজ সিংহ চৌহান। তিনি বলেছেন, ‘আজ কংগ্রেস সভাপতি কে, সেটা কেউ জানে না। আমরা শুনেছিলাম, যখন কোনও জাহাজ ডুবে যায়, তখন সেই জাহাজের ক্যাপ্টেন শেষপর্যন্ত বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। কিন্তু কংগ্রেসের ডুবন্ত জাহাজ থেকে ক্যাপ্টেনই সবার আগে লাফিয়ে পালিয়ে যাচ্ছেন। লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহ বিশ্রাম নিচ্ছেন না।’ বিজেপির সদস্য বিষয়ক আহ্বায়ক নিযুক্ত হওয়া শিবরাজ আরও বলেছেন, দল শীঘ্রই সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রচার শুরু করবে। উত্তরপ্রদেশে জোট ভাঙা নিয়ে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে কটাক্ষ করেছেন তিনি। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তেলঙ্গানায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জেতাই বিজেপির লক্ষ্য। মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসার পর আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে বলেও দাবি করেছেন শিবরাজ।