নয়াদিল্লি: ট্রেনে কোনও মহিলাকে উত্যক্ত বা হেনস্থা করলে তিন বছরের কারাদণ্ড হতে পারে। এমনই প্রস্তাব দিয়েছে আরপিএফ। রেলের আইনে বদল আনা হলে এই শাস্তি কার্যকর হবে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে, কোনও মহিলাকে উত্যক্ত করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হয়। আরপিএফ তার চেয়ে কঠোর সাজার প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে রেলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ট্রেনে মহিলাদের উত্যক্ত, হেনস্থা ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। কারণ, রেলের আইনে সেই সংস্থান নেই। তাই ট্রেনে কোনও মহিলাকে নিগ্রহ করা হলে বা পুরুষরা মহিলা কামরায় উঠলে আমাদের জিআরপি-র সাহায্য নিতে হয়। তাই জিআরপি-র সাহায্য না নিয়েই যাতে আমরা মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সাজার ব্যবস্থা করতে পারি, সেটা নিশ্চিত করার জন্যই আইনে বদল আনার প্রস্তাব দিয়েছি।’
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে ট্রেনে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ৩৫ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে ১,৬০৭টি অভিযোগ জমা পড়েছে। সেই কারণেই কঠোর সাজার ব্যবস্থা করতে চাইছে আরপিএফ। পুরুষ যাত্রীরা মহিলা কামরায় উঠলে জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ই-টিকিটে প্রতারণার ক্ষেত্রেও সাজার সংস্থানের প্রস্তাব দিয়েছে আরপিএফ।
ট্রেনে মহিলাদের উত্যক্ত করলে ৩ বছরের জেল, প্রস্তাব আরপিএফ-এর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2018 02:19 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -