পঞ্জাবে ১০ জনের বিরুদ্ধে তরুণীকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণের অভিযোগ
Web Desk, ABP Ananda | 11 Feb 2019 08:57 PM (IST)
লুধিয়ানা: গাড়ি থেকে জোর করে নামিয়ে ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ১০ জনের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা পঞ্জাবের লুধিয়ানা থেকে ১৫ কিমি দূরে ইশেওয়াল গ্রামের কাছে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সুপার (তদন্ত) তরুণ রতন জানিয়েছেন, শনিবার রাতে এক বন্ধুর সঙ্গে গাড়িতে লুধিয়ানা থেকে ইশেওয়াল গ্রামে যাচ্ছিলেন ওই তরুণী। হঠাৎ তিনটি বাইক তাঁদের পথ আটকায়। বাইক আরোহীরা গাড়িটির পিছু ধাওয়া করছিল। গাড়িটি থামতেই পাথর ছোঁড়া শুরু হয়। এরপর বাইক আরোহীরা গাড়ি থেকে ওই তরুণীকে টেনে নামিয়ে খালের ধারে নিয়ে যায়। তারা আরও ৬-৭ জনকে ডেকে এনে ধর্ষণ করে। রবিবার পর্যন্ত ওই তরুণী ও তাঁর বন্ধুকে আটকে রাখা হয়। এরপর ওই তরুণী পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।