ভোপাল: করোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া উচিত। এমনই মত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। তিনি বলেছেন, ‘করোনা যাতে আমাদের সংক্রামিত করতে না পারে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের ঋষিরা আয়ুর্বেদ অনুসারে যে ওষুধ তৈরি করেছিলেন, তা ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আমরা স্বাস্থ্যবান থাকি। আয়ুষ বিভাগ যে বিশেষ ত্রিকূট চূর্ণ-কড়া তৈরি করেছে, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। আমাদের রোজ তিন-চারবার এই ওষুধ খাওয়া উচিত।’
শিবরাজ আরও জানিয়েছেন, জীবন অমৃত যোজনা অনুসারে আয়ুষ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে মধ্যপ্রদেশের লঘু বনোপায় সঙ্ঘ ৫০ গ্রাম করে কড়ার প্যাকেট তৈরি করছে। গ্রাম ও শহরাঞ্চলে এক কোটি মানুষকে বিনামূল্যে এই কড়া বিলি করা হবে।
করোনা ভাইরাস: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ত্রিকূট চূর্ণ-কড়া খাওয়া উচিত, মত শিবরাজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2020 02:53 PM (IST)
শিবরাজ আরও জানিয়েছেন, জীবন অমৃত যোজনা অনুসারে আয়ুষ মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে মধ্যপ্রদেশের লঘু বনোপায় সঙ্ঘ ৫০ গ্রাম করে কড়ার প্যাকেট তৈরি করছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -