নয়াদিল্লি:  এয়ার ইন্ডিয়ার বিদেশগামী বিমানে এক মহিলা যাত্রীর আসনে একজন মত্ত অবস্থায় প্রস্রাব করে দেন বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থার কাছে রিপোর্ট তলব করেছে।

গত ৩০ আগস্ট এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার এআই ১০২ বিমানে ঘটেছে বলে জানা গিয়েছে।

ওই মহিলা যাত্রীর মেয়ে ইন্দ্রাণী ঘোষ শুক্রবার সন্ধেয় ট্যুইট করে ঘটনাটি জানান। তিনি জানান, তাঁর মা বিমানে একাই যাত্রা করছিলেন। আর সেই সময় তাঁর মাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। নৈশভোজ পরিষেবার পর এক মত্ত যাত্রী টলোমলো পায়ে তাঁর মাসের  দিকে এগিয়ে এসে আসনেই প্রস্রাব করে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, দুই কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু ও সুষমা স্বরাজকে ট্যাগ করে এ কথা জানান ইন্দ্রাণী ঘোষ।



রাজনৈতিক কর্মী কবিতা কৃষ্ণনের একটি ট্যুইটের উত্তরে ইন্দ্রাণী ঘোষ বলেছেন, বিমান পরিবহণ সংস্থা তাঁর মায়ের আসন বদলে দেওয়া ছাড়া অন্য কোনও ব্যবস্থা নেয়নি।






তিনি আরও বলেছেন, দিল্লি বিমানবন্দরে যখন তাঁর মা হুইল চেয়ারে বসে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন, তখন অভিযুক্ত যাত্রীকে চলে যেতে দেখেন।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহণ বিভাগের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রক ও বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)-কে জানান। তিনি বিমান পরিবহন সংস্থার কাছ থেকে অবিলম্বে রিপোর্ট তলব করেন।