ভোপাল: মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য গতকাল বুধবার দিনভর বৈঠক হয়েছে। আর এই সব বৈঠকের কারণে বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সময় দিতে পারলেন না কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের দলের নির্বাচন প্রচার অভিযান সমিতির সভাপতি জ্যোতিরাদিত্যর বুধবার ছিল ২৪ তম বিবাহবার্ষিকী। কিন্তু তিনি এই দিনটিতে দিল্লিতে স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারলেন না। তবে ফেসবুকে স্ত্রীর সঙ্গে নিজের ছবি আপলোড করে তিনি লিখেছেন, 'আমার জীবনসঙ্গিনী প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়ার সঙ্গে ২৪ তম বিবাহবার্ষিকী'।
জ্যোতিরাদিত্যর এই পোস্টে তাঁর সমর্থকরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। বুধবার ভোপালেই ছিলেন জ্যোতিরাদিত্য। কমলনাথ ও দিগ্বিজয় সিংহর সঙ্গে তিনি রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে দেখা করে বিধানসভা নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দাবি জানিয়ে আসেন। সেইসঙ্গে বিধায়ক দলের বৈঠকেও অংশ নেন।
রাতে জ্যোতিরাদিত্যর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের পর্ব চলল গভীর রাত পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়ে দিল্লি যাওয়ার জন্য রওনা দিতে পারেননি। তিনি মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার।
দিনভর ব্যস্ত থাকলেন বৈঠকে, বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না জ্যোতিরাদিত্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2018 12:18 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -