ভোপাল: মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ নেতা কমলনাথের নাম প্রস্তাব করল পরিষদীয় দল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর কাছে এক লাইনের প্রস্তাব পাঠানো হয়েছে।

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১১৪টি আসন পেয়েছে। বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ সন্ধেয় ভোপালে কংগ্রেসের নবনির্বাচিত  বিধায়করা বৈঠকে বসেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এরপর রাজ্য কংগ্রেস মিডিয়া সেলের চেয়ারপার্সন শোভা ওঝা জানান, ‘রাহুল গাঁধীকে পরিষদীয় নেতা বেছে নেওয়ার অনুরোধ জানিয়ে প্রস্তাব পেশ করেন প্রবীণ বিধায়ক আরিফ আকিল। অন্য বিধায়করা এই প্রস্তাব সমর্থন করেন। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় প্রস্তাবটি।’

শোভা আরও জানিয়েছেন, কংগ্রেস বিধায়কদের এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন এ কে অ্যান্টনি ও ভানোয়ার জিতেন্দ্র সিংহ। তাঁরা পরিষদীয় নেতার বিষয়ে বিধায়কদের মতামত জানতে চান। রাহুল তাঁর সিদ্ধান্তের কথা বিধায়কদের জানিয়ে দেবেন। এরপরেই মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

কমলনাথের নাম চূড়ান্ত করে রাহুলের অনুমোদনের জন্য পাঠানো হলেও, এই প্রক্রিয়া মসৃণ হয়নি। বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন জ্যোতিরাদিত্যর অনুগামীরা। তবে শেষপর্যন্ত বিক্ষোভ বড় আকার ধারণ করেনি।