উত্তরপ্রদেশের বালিয়ার ভোটার তালিকায় সানি লিওন, হাতি, পায়রা, হরিণ!
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2018 07:58 PM (IST)
NEXT
PREV
বালিয়া (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের বালিয়ায় ভোটার তালিকায় সানি লিওন! ২০১৯-এর লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, সেখানে বালিয়ার বাসিন্দা জনৈক দুর্গাবতীর নামের পাশে রয়েছে সানির ছবি! বলিউডে আলোড়ন ফেলা অভিনেত্রীই শুধু নন, বালিয়ার ভোটার তালিকায় রয়েছে একটি হাতি, পায়রা, হরিণও। তালিকা অনুসারে কুনওয়ার অঙ্কুর সিংহের নামের পাশে বসেছে হরিণের ছবি, কুনওয়ার গৌরব সিংহকে দেখতে একেবারে পায়রার মতো। আবার ভোটার তালিকায় রাজ্যে মুলায়ম সিংহ যাদব ও অখিলেশ সিংহ যাদবের সরকারে মন্ত্রী পদে থাকা নারদ রাইয়ের নামের পাশে রয়েছে একটি হাতির ছবি।
ভুলগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অবশ্য সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তালিকায় ভেরিফিকেশন করে ভুল ছবিগুলি সরানো হয়েছে।
কিন্তু কী করে হল এমন ভুল? রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, এক ডাটা এন্ট্রি অপারেটর ও এক ক্লার্কের মধ্যে বিবাদের জেরে এই বিভ্রান্তি ঘটেছে। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে প্রকাশ, বিষ্ণু ভার্মা নামে ডাটা এন্ট্রি অপারেটরের সঙ্গে স্থানীয় লেখপালের ঝগড়া হয়। তার জেরে সরিয়ে দেওয়া হয় ভার্মাকে। রেগে গিয়ে তিনি ভোটার তালিকায় ইচ্ছা করে সাতজন ভোটারের নামের পাশে ভুল ছবি বসিয়ে বিকৃতি ঘটান। ভোটার তালিকা সংশোধনের সময় ভুল নজরে পড়ে। কমিশনকে সব জানানো হয়, সংশোধিত হয় ভোটার তালিকা।
বালিয়া কোতোয়ালি থানায় বিষ্ণু ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়ার পুলিশ সুপার।
বালিয়া (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের বালিয়ায় ভোটার তালিকায় সানি লিওন! ২০১৯-এর লোকসভা নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে, সেখানে বালিয়ার বাসিন্দা জনৈক দুর্গাবতীর নামের পাশে রয়েছে সানির ছবি! বলিউডে আলোড়ন ফেলা অভিনেত্রীই শুধু নন, বালিয়ার ভোটার তালিকায় রয়েছে একটি হাতি, পায়রা, হরিণও। তালিকা অনুসারে কুনওয়ার অঙ্কুর সিংহের নামের পাশে বসেছে হরিণের ছবি, কুনওয়ার গৌরব সিংহকে দেখতে একেবারে পায়রার মতো। আবার ভোটার তালিকায় রাজ্যে মুলায়ম সিংহ যাদব ও অখিলেশ সিংহ যাদবের সরকারে মন্ত্রী পদে থাকা নারদ রাইয়ের নামের পাশে রয়েছে একটি হাতির ছবি।
ভুলগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অবশ্য সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তালিকায় ভেরিফিকেশন করে ভুল ছবিগুলি সরানো হয়েছে।
কিন্তু কী করে হল এমন ভুল? রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, এক ডাটা এন্ট্রি অপারেটর ও এক ক্লার্কের মধ্যে বিবাদের জেরে এই বিভ্রান্তি ঘটেছে। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে প্রকাশ, বিষ্ণু ভার্মা নামে ডাটা এন্ট্রি অপারেটরের সঙ্গে স্থানীয় লেখপালের ঝগড়া হয়। তার জেরে সরিয়ে দেওয়া হয় ভার্মাকে। রেগে গিয়ে তিনি ভোটার তালিকায় ইচ্ছা করে সাতজন ভোটারের নামের পাশে ভুল ছবি বসিয়ে বিকৃতি ঘটান। ভোটার তালিকা সংশোধনের সময় ভুল নজরে পড়ে। কমিশনকে সব জানানো হয়, সংশোধিত হয় ভোটার তালিকা।
বালিয়া কোতোয়ালি থানায় বিষ্ণু ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়ার পুলিশ সুপার।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -