নয়াদিল্লি:  বিতর্কিত ইসলামি প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে প্রথম প্রত্যক্ষ চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আধিকারিক সূত্রে খবর, ইডি আর্থি তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় মুম্বইয়ের একটি বিশেষ আদালতে এই চার্জশিট দায়ের করেছে। এই অপরাধের পরিমাণ ১৯৩.০৬ কোটি টাকা বলে ইডি জানিয়েছে।


এই মামলায় এটি ইডি-র দ্বিতীয় চার্জশিট। কিন্তু এ ব্যাপারে নায়েকের ভূমিকা তুলে ধরে এই প্রথম তার বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে।

এনআইএ-র এফআইআরের ভিত্তিতে ইডি ২০১৬-তে নায়েকের বিরুদ্দে মামলা দায়ের করেছিল।