নয়াদিল্লি:    সিবিএসই দ্বাদশ পরীক্ষার ফলাফলে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। এদিন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তিরুবনন্তপুরম অঞ্চলে পাসের হার সবচেয়ে বেশি- ৯৮.২০ শতাংশ। এরপর রয়েছে চেন্নাই। পাশের হার ৯২.৯৩ শতাংশ। দিল্লিতে ৯১.৮৭ শতাংশ। দিল্লিতে গতবার পাশের হার ছিল ৯১.৮৭ শতাংশ।


বোর্ডের এক আধিকারিক বলেছেন, ছাত্রীদের পাশের হার ৮৮.৭০ শতাংশ। ছেলেদের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। ছাত্রদের  পাশের হার ৭৯.৪০ শতাংশ। রুপান্তরকামীদের পাশের হার ৮৩.৩ শতাংশ।

সিবিএসই স্বীকৃতি বিদেশী স্কুলগুলিতেও পাশের হার ৯৪.৯৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৫.৪৩ শতাংশ।

১২.০৫ লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল।