মুম্বই ও নয়াদিল্লি:  ইয়েস ব্যাঙ্কের বোর্ডকে ৩০ দিনের জন্য সরিয়ে  দিয়ে নিরপেক্ষ প্রশাসক বসিয়ে দেওয়ার পরদিনই, ব্য়াঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কপূরের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। সূত্রের খবর, তল্লাশি চালানোর পাশাপাশি রাণার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে।
এদিন, এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের ঘটনায় আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, মুম্বইতে রাণা কপূরের বাড়িতে তল্লাশি চালানো হয়। শুক্রবার রাতে ওই তল্লাশি-অভিযান শুরু হয়।
গতকালই, এই বেসরকারি ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমারেখা বেঁধে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই জানায়, আগামী একমাস ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে মাসে ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা।
বেসরকারি ব্যাঙ্কটির আর্থিক সঙ্কটের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক টাকা তোলার সীমারেখা বেঁধে দেওয়ায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ইয়েস ব্যাঙ্কের এটিএমগুলিতে ভিড় করেছেন তাঁরা। গ্রাহকদের অভিযোগ, আগাম নোটিস না দিয়েই রিজার্ভ ব্যাঙ্ক এই নির্দেশিকা জারি করায় বিপাকে পড়েছেন তাঁরা।
আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। শুধুমাত্রা টাকা তোলা যাবে অসুস্থতা, পড়াশোনা বা বিয়ের জন্য। এই সময়ের মধ্যে বেসরকারি ব্যাঙ্কটি কোনও ঋণও দিতে না পারলেও, বিনিয়োগে বাধা নেই। জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
গ্রাহকদের আশঙ্কা বাড়িয়ে শুক্রবার ইয়েস ব্যাঙ্কের শেয়ারদর ৭৪ শতাংশ পড়ে যায়। বিশেষজ্ঞদের দাবি, বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের বোঝার জন্যই এই ধাক্কা।
যদিও, শুক্রবার গ্রাহকদের অভয় দিয়েছে কেন্দ্র। গ্রাহকদের আমানত সুরক্ষিত বলে ইয়েস ব্যাঙ্কের সঙ্কট নিয়ে আশ্বাস দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বলেন, কর্মীদের এক বছরের মাইনে নিয়ে কোনও চিন্তা নেই, গ্রাহকদের আমানত সুরক্ষিত, সঙ্কট থেকে বের করতে এক মাসের মধ্যে ব্যবস্থা।
ইয়েস ব্যাঙ্কের সঙ্কটের জন্য কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, অনিল অম্বানি গোষ্ঠীকে ঋণ দেওয়া হয়, ইউপিএর সময় হয়েছিল ২০১৪-র আগে, তার জন্য এই পরিস্থিতি।