নয়াদিল্লি: ইউপিএ আমলে সরকারি বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ায় দুর্নীতির অভিযোগে তৎকালীন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী প্রফুল পটেলকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁকে ৬ জুন হাজিরা দিতে বলা হয়েছে। প্রফুল অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।


প্রফুল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী থাকাকালীন এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সংযুক্তি হয়। সেই বিষয়টি ছাড়াও ৭০,০০০ কোটি টাকার বিনিময়ে বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে ১১টি বিমান কেনা, লাভজনক রুটে উড়ান বন্ধ করে দেওয়া, লাভজনক রুটে এয়ার ইন্ডিয়ার উড়ানের আসন বণ্টনে অসাম্য, বেসরকারি বিমান সংস্থাগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া এবং বিদেশি বিনিয়োগে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। কর্পোরেট লবিস্ট দীপক তলোয়ারেরও নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। তাঁর ভূমিকাও খতিয়ে দেখছে ইডি।