নয়াদিল্লি: করফাঁকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রী নভেল সিঙ্ঘল লাভাসার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একটি সংবাদসংস্থা সূত্রে খবর, নভেলকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। তাঁর আয়কর রিটার্ন ও ১০টি সংস্থার ডিরেক্টর পদে থাকা নিয়ে তথ্য চাওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত আর্থিক লেনদেন নিয়েও তথ্য চেয়েছে আয়কর দফতর। এ বিষয়ে লাভাসা ও তাঁর স্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি।

২০১৭ সালে কেন্দ্রীয় অর্থসচিবের পদ থেকে অবসর গ্রহণ করেন লাভাসা। এরপর ২০১৮ সালের ২৩ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনার নিযুক্ত হন। এবারের লোকসভা নির্বাচনের সময় আদর্শ আচরণবিধি প্রয়োগ করা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর সঙ্গে লাভাসার মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। এবার আয়কর দফতরের নজরে তাঁর স্ত্রী।