নয়াদিল্লি:লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট সম্পন্ন হওয়ার পরই পেট্রল ও ডিজেলের দাম বাড়তে শুরু করেছিল। গত ৯ দিনে প্রতি লিটারে এই দুই জ্বালানির দাম বেড়েছে ৭০ থেকে ৮০ পয়সা।
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের পরের দিন ২০ মে থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে।রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, গত নয়দিনে পেট্রলের দাম লিটারে ৮৩ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ৭৩ পয়সা।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও এপ্রিল-মে মাসে পেট্রল ও ডিজেলের দাম বাড়েনি।
আজ মঙ্গলবার পেট্রলে লিটারে ১১ পয়সা এবং ডিজেলে লিটারে ৫ পয়সা দাম বেড়েছে। দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে গত ১৯ এপ্রিলের ৭১.০৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৭১.৮৬ টাকা। ডিজেলের দাম লিটারে গত ১৯ মে-র ৬৫.৯৬
টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬.৬৯ টাকা।
মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারে ৭৭.৪৭ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৬৯.৮৮ টাকা।
শিল্পমহলের সূত্র জানিয়েছে, অতীতেও রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপনন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্প (আইওসি), ভারত পেট্রলিয়াম কর্প (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্প লিমিটেড (এইচপিসিএল) অতীতে নির্বাচনের সময় পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি করেনি। এবারের লোকসভা নির্বাচনের সময়ও তাই করা হয়েছে।
এখন জ্বালানির বাড়তি মূল্য উসুল করা হচ্ছে।
২০১৮-র মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যারেল প্রতি ৫ মার্কিন ডলার বেড়ে যাওয়া সত্ত্বেও ১৯ দিন পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়নি। যদিও নির্বাচন শেষ হওয়ার পরই এই মূল্যবৃদ্ধির বোঝা গ্রাহকদের ওপর চাপানো হয়। গত বছরের ১৪ মে-র পর ১৬ দিনে পেট্রলের দাম লিটারে ৩.৮ টাকা ও ডিজেলের দাম লিটারে ৩.৩৮ টাকা বাড়ানো হয়েছিল।
একইভাবে ২০১৭ ডিসেম্বরে গুজরাত বিধানসভার নির্বাচনের সময়ও প্রায় ১৪ দিন দাম অপরিবর্তিত ছিল। তার আগে পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড , উত্তরপ্রদেশ ও মণিপুরের ভোটের আগে ২০১৭-র জানুয়ারি থেকে ২০১৭-র এপ্রিল পর্যন্ত কোম্পানিগুলি দামবৃদ্ধি স্থগিত রেখেছিল।
ভোট মিটতেই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2019 08:46 PM (IST)
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের পরের দিন ২০ মে থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে।রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, গত নয়দিনে পেট্রলের দাম লিটারে ৮৩ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ৭৩ পয়সা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -