তবে এবার কৃত্রিম অঙ্গের সাহায্যে হাঁটল পা হারানো হাতি!
হ্যাঁ, কার্যত অসম্ভবই সম্ভব হয়েছে। ছত্তীসগঢ়ের বিলাসপুরের আইপিএস অফিসার দীপাংশু কাবড়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একটি হাতি কৃত্রিম পায়ের সাহায্যে হেঁটে বেড়াচ্ছে। হাতিটির দেখভাল করে এক বালক। সেই তার পায়ে পরিয়ে দিচ্ছে কৃত্রিম পা। তারপরই হাতিটি হেঁটে বেড়াচ্ছে। দীপাংশু লিখেছেন, ‘বিশ্বে কোটি কোটি জীব-জন্তু আছে। তবে প্রকৃতি কারও ভাল করার অদ্ভুত বরদান করেছে শুপধু মানুষকে।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্ট হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ৬০ হাজার মানুষ সেটি দেখেছেন। ক্রিকেটার সুরেশ রায়নাও ভিডিওটি লাইক করেছেন।
আর সকলে বাহবা দিয়েছেন সেই বীর হাতিটিকে। যেটি কৃত্রিম পায়ের সাহায্যে সমস্ত ভয় জয় করে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। খোশমেজাজে।