কলকাতা: ইএনবিএ-র মঞ্চে এবিপি-র জয়জয়কার। এবিপি আনন্দ জোড়া গোল্ড জিতে নিল। পূর্বাঞ্চলের সেরা অ্যাঙ্কর হিসাবে বিশেষ স্বীকৃতি পেয়েছেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। তাঁকে গোল্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি পুরস্কৃত হয়েছে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানও। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে হওয়া পূর্ব ভারতের সেরা অনুষ্ঠানের স্বীকৃতি পেয়েছে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন'। গোল্ড জিতে নিয়েছে এই অনুষ্ঠান।


ইএনবিএ-র বিচারকমণ্ডলী গত ২৭ মার্চ নয়াদিল্লিতে আলোচনায় বসেছিল। ইএনবিএ ২০২০-র জন্য মোট ৭০০ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে প্রথম দফায় ২০০টিকে বেছে নেওয়া হয়েছিল। তার ভেতর থেকে সেরাদের স্বীকৃতি দিল ইএনবিএ।


সবচেয়ে আগে এবং সঠিক খবর তুলে ধরার জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে এবিপি নেটওয়ার্ক। সেই সঙ্গে মানুষের আস্থাও অর্জন করেছে। দর্শকদের সেই ভালবাসা ও ভরসার ওপর ভিত্তি করে এবার ইএনবিএ ২০২০ -তেও এবিপি-র জয়জয়কার। পূর্বাঞ্চলের সেরা হিসাবে সম্মানিত হয়েছে এবিপি আনন্দ। পাশাপাশি পুরস্কৃত হয়েছে এবিপি নিউজও।



সেরা অ্যাঙ্করের পুরস্কার পেয়েছেন সুমিত অবস্থি। হিন্দিতে সাম্প্রতিক বিষয়ের ওপর সেরা অনুষ্ঠান নির্বাচিত হয়েছে ঘণ্টি বাজাও - করোনা আক্রান্ত নন এমন রোগীদের সমস্যা নিয়ে অনুষ্ঠান।


ইএনবিএ-র মঞ্চে এবিপি-র জয়জয়কার


দেখে নিন কোন বিভাগে কী পুরস্কার পেল এবিপি আনন্দ:


সেরা অ্যাঙ্কর (পুর্বাঞ্চল): সুমন দে


সাম্প্রতিক ঘটনাবলীর ওপর পূর্ব ভারতের সেরা অনুষ্ঠান: ঘণ্টাখানেক সঙ্গে সুমন