কাশ্মীরের অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য, জাকির মুসার ঘনিষ্ঠ সহ খতম ৬ সন্ত্রাসবাদী
ABP Ananda, Web Desk | 22 Dec 2018 11:05 AM (IST)
শ্রীনগর: আজ সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ সন্ত্রাসবাদী খতম হয়েছে। এদের মধ্যে রয়েছে আনসার গজবত উল হিন্দ-এর সহ পান্ডা, যে কিনা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর পান্ডা জাকির মুসার ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরে নিরাপত্তা কর্মীরা এর সন্ধান করছিলেন। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ ভোরে অবন্তীপোরার আরামপোরা গ্রাম ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা কর্মীরাও জবাব দেন। শুরু হয় সংঘর্ষ। এনকাউন্টারে খতম হয় ৬ জঙ্গি। ঘটনাস্থল থেকে বহু অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে।