নয়াদিল্লি: ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়ে বুধবার হইচই ফেলে দিয়েছেন অম্বাতি রায়াডু। এবার তাঁর পাশে দাঁড়ালেন বীরেন্দ্র সহবাগ। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার টুইট করলেন, বিশ্বকাপে সুযোগ না পেলে যন্ত্রণা তো হবেই!
ক্রিকেট কেরিয়ারে চালিয়ে খেলার জন্য পরিচিত ছিলেন সহবাগ। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাঁর পরিবর্তন হয়নি। ধারাভাষ্য দেওয়ার সময় খোলামেলা কথা বলেন। নিজের মত প্রকাশ করেন স্পষ্টভাবেই। আর তাঁর টুইট তো রীতিমতো জনপ্রিয়। বুধবার সহবাগ টুইট করেন, ‘বিশ্বকাপের দলে উপেক্ষিত থাকাটা অম্বাতি রায়াডুর কাছে সত্যিই যন্ত্রণাদায়ক।’ সঙ্গে সহবাগ আরও লেখেন, ‘অবসরোত্তর জীবনের জন্য ওকে অনেক শুভেচ্ছা।’
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ভারতের বিকল্প ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছিল রায়াডুর নাম। যাতে টুর্নামেন্ট চলাকালীন কেউ চোট পেয়ে ছিটকে গেলে সেই তালিকা থেকে কাউকে পরিবর্ত হিসাবে ইংল্যান্ডে পাঠানো যায়। শিখর ধবন ছিটকে যাওয়ার পর ওই তালিকা থেকেই পাঠানো হয়েছিল ঋষভ পন্থকে। তবে বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে যাওয়ার পর রায়াডুকে উপেক্ষা করে মায়াঙ্ক অগ্রবালকে পরিবর্ত হিসাবে পাঠানো হয়।
ওয়াকিবহাল মহলের অনেকের মতে, সেই হতাশা থেকেই আচমকা অবসরের সিদ্ধান্ত রায়াডুর। এর আগে বিশ্বকাপের মূল দলে তাঁর পরিবর্তে শঙ্করকে নেওয়া হয়েছিল। প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছিলেন, থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার হওয়াতেই শঙ্করকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছিলেন, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অনেক এগিয়ে শঙ্কর। তারপরই কটাক্ষ করে রায়াডু টুইট করেছিলেন, ‘বিশ্বকাপ দেখার জন্য থ্রি ডি চশমা অর্ডার করলাম।’ তারপরই বিকল্প ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত হন রায়াডু।
বিশ্বকাপে উপেক্ষিত থাকা ভীষণ যন্ত্রণাদায়ক, রায়াডুর পাশে দাঁড়িয়ে বার্তা সহবাগের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 07:55 PM (IST)
বিশ্বকাপের মূল দলে তাঁর পরিবর্তে শঙ্করকে নেওয়া হয়েছিল। প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছিলেন, থ্রি ডাইমেনশনাল ক্রিকেটার হওয়াতেই শঙ্করকে অগ্রাধিকার দেওয়া হয়েছে
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -