বার্মিংহ্যাম: তাঁর আচমকা অবসরের সিদ্ধান্ত যখন দেশের ক্রিকেটমহলে তোলপাড় ফেলে দিয়েছে, তখন অম্বাতি রায়াডুকে অবসরোত্তর জীবনের জন্য শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। সেই সঙ্গে জাতীয় দলের অধিনায়ক ব্যক্তি রায়াডুকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন।
বুধবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রায়াডু। সেই খবর প্রকাশ্যে আসার পরই কোহলি টুইট করেন এক সময়ের সতীর্থের উদ্দেশে। লেখেন, ‘তোমায় ভবিষ্যতের অনেক শুভেচ্ছা জানাই। অম্বাতি রায়াডু, মানুষ হিসাবে তুমি দারুণ।’
বিশ্বকাপের জন্য পরিবর্ত ক্রিকেটারদের তালিকায় ছিলেন রায়াডু। কিন্তু প্রথমে শিখর ধবন ও পরে বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে গেলেও পরিবর্ত হিসাবে তাঁর নাম ভাবা হয়নি। বিশেষ করে শঙ্কর চোট পাওয়ার পর তালিকার বাইরে থেকে মায়াঙ্ক অগ্রবালকে দলে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ডে পাঠানো হয়। রায়াডু নিজে তাঁর অবসর নেওয়ার কোনও কারণ না জানালেও ওয়াকিবহাল মহলের ধারণা, বিশ্বকাপের দলে উপেক্ষিত হওয়াতেই এই সিদ্ধান্ত। জাতীয় দলের জার্সিতে ৫৫টি ওয়ান ডে-তে ৪৭.০৫ ব্যাটিং গড়ে ১৬৯৪ রান করেছেন রায়াডু। কয়েক মাস আগে তাঁকেই বিশ্বকাপের জন্য ব্যাটিং অর্ডারের সম্ভাব্য চার নম্বর ব্যাটসম্যান হিসাবে তুলে ধরেছিলেন স্বয়ং কোহলি। যদিও পরে ব্রাত্যই থেকে যান রায়াডু।
তুমি মানুষ হিসেবে দারুণ, রায়াডুকে অবসরোত্তর জীবনের শুভেচ্ছা জানিয়ে টুইট বিরাটের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jul 2019 09:16 PM (IST)
বুধবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রায়াডু
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -