পশ্চিম রেল সূত্রে খবর, আন্ধেরি স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই ঘটনা ঘটে। এসক্যালেটর উল্টোদিকে চলতে শুরু করার পর যাত্রীরা একে অপরের উপর পড়ে যান। আতঙ্কের জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে শেষপর্যন্ত সেরকম কিছু হয়নি। স্টেশনেই আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর সব স্টেশনেই এসক্যালেটরগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। আন্ধেরি রেলস্টেশনে উল্টোদিকে চলতে শুরু করল এসক্যালেটর! যাত্রীদের মধ্যে আতঙ্ক, আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2020 10:11 PM (IST)
পশ্চিম রেল সূত্রে খবর, আন্ধেরি স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই ঘটনা ঘটে।
ফাইল ছবি
মুম্বই: আন্ধেরি রেলস্টেশনে হঠাৎই উল্টোদিকে চলতে শুরু করল এসক্যালেটর! সোমবার সন্ধেবেলা এই ঘটনা ঘটে। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই তাড়াহুড়ো করে নামতে যান। দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কয়েকজন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে সামান্য চোট পান। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।