নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় আজ রাত ১২টা থেকে সারা দেশে লকডাউন। আজ মধ্যরাত থেকে ঘরের বাইরে বেরোনো যাবে না। এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ‘এই লকডাউনকে একরকম কার্ফু বলা যেতে পারে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই পদক্ষেপ জরুরি ছিল। লকডাউনে জরুরি পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্যে ছাড়। এটাও একধরনের কার্ফু, জনতা কার্ফুর চেয়ে কঠোর। অন্তত ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন কার্যকর। ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে লকডাউন। ২৫ মার্চ থেকে আপাতত ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশজুড়ে লকডাউন। এই ২১ দিন লকডাউন না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। এই ২১দিনের জন্য বাইরে বেরোনো ভুলে যান। কোনওরকম কুসংস্কারে কান দেবেন না, গুজব ছড়াবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।’


প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জনতা কার্ফু সফল করার জন্য সবাইকে ধন্যবাদ। করোনায় শক্তিশালী দেশগুলিও কীভাবে কাবু হয়েছে।, সেটা সবাই দেখছেন। এমন নয়, সেই সব দেশের চেষ্টায় কোনও খামতি আছে। সমস্ত চেষ্টা-পরিকাঠামো সত্ত্বেও, চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্বই একমাত্র পথ। করোনা মোকাবিলায় বাড়ির মধ্যেই থাকাই একমাত্র পথ। করোনার সংক্রমণের চক্রকে ভাঙতেই হবে। সামাজিক দূরত্ব শুধুমাত্র অসুস্থদের জন্য, এটা ভুল ধারণা। এরকম চললে, ভারতকে বড় মূল্য দিতে হবে। রাজ্য সরকারের পদক্ষেপকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। দোকানে ভীড় করে আপনারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছেন। দয়া করে আতঙ্কিত হবেন না। দয়া করে বাড়িতে থাকুন। আমি আবার বলছি, সব প্রয়োজনীয় পণ্য যাতে পাওয়া যায়, সেটা নিশ্চিত করবে কেন্দ্রীয় ও রাজ্য সরকার।’