নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া একটি মেসেজ দেখে ধন্দে পড়ে গিয়েছেন হায়দরাবাদের মানুষ। ওই মেসেজে বলা হয়েছে, ‘আজ রাত ১১.৪০ মিনিট থেকে হায়দরাবাদ শহরের কারও বাড়ির বাইরে থাকা উচিত নয়। সবার বাড়ির দরজা-জানলাও বন্ধ করে রাখা উচিত। কারণ, করোনা ভাইরাস দূর করার জন্য পাঁচটি হেলিকপ্টার থেকে ওষুধ ছড়ানো হবে।’ এই মেসেজের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেল, হায়দরাবাদ পুরসভা এরকম কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। তেলঙ্গানা সরকারও হেলিকপ্টার থেকে ওষুধ ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি। তাছাড়া, এখনও পর্যন্ত নিশ্চিতভাবে এমন কোনও ওষুধের নাম বলা যাচ্ছে না, যেটি করোনা ভাইরাস দূর করবে। বেঙ্গালুরুতেও এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেই খবর অস্বীকার করা হয়েছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও ট্যুইট করে জানানো হয়েছে, ‘বিমান থেকে করোনা ভাইরাস দূর করার জন্য টীকা ছড়ানো হবে বলে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভারত সরকার এরকম কোনও পরিকল্পনা করেনি। ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। নির্ভরযোগ্য সূত্রের খবর হলে তবেই বিশ্বাস করুন।’
তেলঙ্গানায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন। ৩১ তারিখ পর্যন্ত রাজ্যে লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। গণ পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য রাজ্যের সীমানাও সিল করে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, শুধু সেই ব্যক্তিদেরই রাস্তায় নামার অনুমতি দেওয়া হয়েছে। বাকিদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ভুয়ো খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।