নয়াদিল্লি: ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে গেলেও বিরাট কোহলিদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ভাইচুং ভুটিয়া। জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের উপলব্ধি, সেরা দলও সবসময় জেতে না।
বুধবার ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছেন বিরাট-রোহিত শর্মা-মহেন্দ্র সিংহ ধোনিরা। ভাইচুং বলেছেন, ‘বিরাট ঠিকই বলেছে। ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটেই এই ভরাডুবি। তবে যদি নিউজিল্যান্ডের সঙ্গে খেলি, দশবারের মধ্যে দশবারই ওদের হারাব। আমরা হেরে গিয়েছি। এটা খেলার অঙ্গ। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি মানে ছিটকে গিয়েছি। তার মানে এই নয় যে, ভারত দল হিসাবে খারাপ।’
লিগ পর্বে নটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জিতেছিলেন বিরাটরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরাজয় মাত্র একটি ম্যাচে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিলেন বিরাটরা। যদিও সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়। ভাইচুং বলছেন, ‘সেরা দল জেতেনি। কখনও কখনও তুমি সেরা দল হলেও হেরে যেতে পার। সেরা দল সবসময় জেতে না। খেলাধুলোয় এটা হয়। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
দেশের হয়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪২ গোল করা ভাইচুং আরও বলেছেন, ‘আমি মনে করি আইসিসি-র উচিত অন্যান্য দেশেও ক্রিকেটের প্রসার ঘটানো। আরও দল খেলাটায় অংশ নেবে। চলতি বিশ্বকাপে দেখলাম গ্যালারিতে বেশিরভাগই ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের সমর্থক। অন্যান্য দেশের সমর্থকদেরও দেখতে চাই। খেলাটার প্রসার ঘটাতে হবে।’
সেরা দলও সবসময় জেতে না, সেমিফাইনাল থেকে বিরাটদের বিদায় দেখে মন্তব্য ভাইচুং ভুটিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2019 03:37 PM (IST)
পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিলেন বিরাটরা। যদিও সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -