নয়াদিল্লি: দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। শুক্রবার হওয়া নির্বাচন প্যানেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পিটিআই সূত্রে খবর। ওই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। ৬৬ বছরের বিচারপতি ঘোষ ২০১৭ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ থেকে অবসর নেন। সেই বছরের জুন মাস থেকে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য।
কেন্দ্রের তরফে এই মর্মে কোনও ঘোষণা না হলেও সংবাদসংস্থা সূত্রে খবর, বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষের নাম নিয়ে শুক্রবারের বৈঠকে জোর আলোচনা হয়। যদিও, এই নিয়োগ নিয়ে নির্বাচনের আগে কেন্দ্রীয় রাজনীতির অলিন্দে নতুন ঝড় উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, ইতিমধ্যেই, এই বৈঠক বয়কট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, লোকপাল সিলেকশন কমিটির বৈঠক সম্ভাব্য কবে নাগাদ হতে পারে, তা ১০ দিনের মধ্যে জানাতে। প্রসঙ্গত, ২০১৩ সালে লোকপাল ও লোকায়ুক্ত বিল পাশ হয়।