পানাজি: গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের জীবনাবসান। ট্যুইট করে এই খবর জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ। তিনি শোকপ্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, তাঁর বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন।

এর আগে আজ ট্যুইট করে গোয়ার মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়, পর্রীকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আরও জানানো হয়, চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই খবর পাওয়ার পরেই পর্রীকরের বাসভবনে যান তাঁর আত্মীয়স্বজন, সরকারি আধিকারিক ও রাজনৈতিক নেতারা। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল।




গত এক বছর ধরেই অসুস্থ ছিলেন ৬৩ বছরের পর্রীকর। গোয়া, মুম্বই, দিল্লি ও নিউ ইয়র্কের হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। কিন্তু কোনও ফল হয়নি। গত কয়েকদিন ধরে গোয়ায় নিজের বাড়িতেই ছিলেন পর্রীকর। গত দু’দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার রাত থেকে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। আজ সন্ধে ৬.৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।