নাথু লা: ফের মুখোমুখি সংঘাতে ভারত ও চিনা জওয়ানরা। একেবারে যা গড়াল হাতাহাতিতে। এই ঘটনায় আহত ২ পক্ষের বেশ কয়েকজন।
খবরে প্রকাশ, গতকাল উত্তর সিকিমে ভারত-চিন সীমান্তের নাকু লা সেক্টরে প্যাট্রলিংয়ের সময় চিনা সেনারা আগ্রাসনের চেষ্টা করায় বাধা দেন ভারতীয় জওয়ানরা। হাতাহাতিতে দু পক্ষের কয়েকজন আহত হন। দুই দেশের সেনা কর্তাদের মধ্যে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেনা সূত্রে খবর, শনিবারের সংঘাতে জড়িয়ে পড়েন প্রায় ১৫০ জওয়ান। হাতাহাতিতে জখম হয়েছেন ভারতের তিন ও চিনের পাঁচ জওয়ান। এই এলাকায় কোনও সড়ক যোগাযোগ নেই। হেলিকপ্টারের মাধ্যমে যেতে হয়।
পরে দুপক্ষের স্থানীয় কর্তারা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেন। সেনার এক কর্তা জানান, দুদেশের মধ্যে নির্দিষ্ট সীমান্তরেখা না থাকায় এই জায়গায় মাঝেমধ্যেই এধরনের ঘটনা ঘটে থাকে। তবে, স্ট্যান্ডার্ড প্রোসিডিওর অনুযায়ী, দুপক্ষের স্থানীয় সামরিক নেতৃত্বের মধ্যস্থতায় সংঘাত মিটিয়ে নেওয়া হয়।
এর আগে ২০১৭ সালের অগাস্ট মাসে অরুণাচল প্রদেশের ডোকলাম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে চিনা সেনারা। সেই সময় দুপক্ষের মধ্যে ৭৩-দিন দুপক্ষের মধ্যে স্ট্যান্ডঅফ বজায় ছিল।
উত্তর সিকিমের নাকু লা-য় হাতাহাতি ভারত ও চিনা সেনার, আহত দুপক্ষের বেশ কয়েকজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2020 02:08 PM (IST)
হাতাহাতিতে জখম হয়েছেন ভারতের তিন ও চিনের পাঁচ জওয়ান।
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -